9:31 am, Friday, 5 September 2025

ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলা‌দেশ

ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলা‌দেশ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের মানুষের সহায়তায় জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) আফগানিস্তানে পৌঁছাবে এসব সহায়তা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক পর্যায়ে শুকনো খাবার, শিশুদের খাবার, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি ও ওষুধ পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২,২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩,০০০ জন। ধসে গেছে অন্তত ৮,০০০ ঘরবাড়ি। মানবিক সংকট চরমে পৌঁছানোয় জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে এই ত্রাণসামগ্রী পাঠানো হবে। পুরো কার্যক্রম বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ও প্রাণ-আরএফএল যৌথভাবে কাজ করছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলা‌দেশ

Update Time : 08:53:23 am, Friday, 5 September 2025

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের মানুষের সহায়তায় জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) আফগানিস্তানে পৌঁছাবে এসব সহায়তা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক পর্যায়ে শুকনো খাবার, শিশুদের খাবার, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি ও ওষুধ পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২,২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩,০০০ জন। ধসে গেছে অন্তত ৮,০০০ ঘরবাড়ি। মানবিক সংকট চরমে পৌঁছানোয় জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে এই ত্রাণসামগ্রী পাঠানো হবে। পুরো কার্যক্রম বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ও প্রাণ-আরএফএল যৌথভাবে কাজ করছে।