9:31 am, Friday, 5 September 2025

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগের ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২ হাজার ২০০ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হওয়ার পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নতুন করে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। তবে এ ভূমিকম্পে নতুন করে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই ভূমিকম্প আফগানিস্তানের পাশাপাশি ভারতের দিল্লি, জম্মু ও কাশ্মিরসহ আশপাশের এলাকাতেও অনুভূত হয়। দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, ভারতে কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি।

উল্লেখ্য, এর আগের ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে বহু গ্রাম ধ্বংস হয়ে গেছে। প্রায় ৩ হাজার ৬০০ মানুষ আহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ এখনো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

Update Time : 08:41:47 am, Friday, 5 September 2025

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগের ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২ হাজার ২০০ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হওয়ার পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নতুন করে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। তবে এ ভূমিকম্পে নতুন করে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই ভূমিকম্প আফগানিস্তানের পাশাপাশি ভারতের দিল্লি, জম্মু ও কাশ্মিরসহ আশপাশের এলাকাতেও অনুভূত হয়। দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, ভারতে কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি।

উল্লেখ্য, এর আগের ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে বহু গ্রাম ধ্বংস হয়ে গেছে। প্রায় ৩ হাজার ৬০০ মানুষ আহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ এখনো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।