পশ্চিম তীর দখলের নতুন পরিকল্পনার বিষয়ে ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে তা আব্রাহাম চুক্তির চরম লঙ্ঘন এবং সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানায় আমিরাত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আমিরাতের জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি লানা নুসেইবেহ বলেন, “এই ধরনের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধান চূড়ান্তভাবে ধ্বংস করবে।”
সম্প্রতি ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পশ্চিম তীরের প্রায় ৮০ শতাংশ দখলের প্রস্তাবের পরই আমিরাত এই প্রতিক্রিয়া দেয়।
এদিকে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পশ্চিম তীর দখলের যে কোনো প্রচেষ্টা তারা আব্রাহাম চুক্তির প্রতি অবমাননা হিসেবে দেখছে। তাদের ভাষায়, এই চুক্তিকে তারা শুরু থেকেই ফিলিস্তিনিদের অধিকার রক্ষার একটি কৌশল হিসেবে দেখেছে।
২০২০ সালে আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়, যা ছিল ২৬ বছরের মধ্যে প্রথম কোনো আরব দেশের এমন পদক্ষেপ। এরপর বাহরাইন ও মরক্কোও আব্রাহাম চুক্তিতে যোগ দেয়। এই চুক্তির পর থেকেই আমিরাত ও ইসরায়েলের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও পর্যটনসহ নানা ক্ষেত্রে সম্পর্ক গভীর হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সৌদি আরবকেও এই চুক্তিতে যুক্ত করতে তৎপর রয়েছে।