1:21 pm, Thursday, 4 September 2025

ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করেছে: ট্রাম্প

ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করেছে: ট্রাম্প। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের শুল্ক নীতির বিরুদ্ধে ফের ক্ষোভ ঝাড়লেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে।”

৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ‘দ্য স্কট জেনিংস রেডিও শো’-তে এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, “চীন শুল্ক দিয়ে আমাদের শেষ করে দিচ্ছে, ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করছে এবং ব্রাজিলও একই পথে চলছে।”

ট্রাম্প দাবি করেন, শুল্ক নিয়ে তার চেয়ে বেশি কেউ বোঝে না। তিনি বলেন, “আমি ভারতের ওপর কর আরোপ করেছিলাম বলেই তারা শুল্ক কমাতে শুরু করে। তারা আমাকে জানিয়েছে, এখন আর কোনো শুল্ক থাকবে না। কিন্তু আমি যদি চাপ না দিতাম, এই প্রস্তাব কখনো আসত না।”

ভারতকে বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তার ভাষায়, “যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য ছিল একপাক্ষিক, যা আমেরিকার জন্য ছিল ক্ষতিকর।”

এদিকে, একটি মার্কিন আপিল আদালত ট্রাম্পের শুল্ক নীতিকে ‘অবৈধ’ বলে রায় দিয়েছে। জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, “আদালত ভুল করেছে, শেষ পর্যন্ত জয় আমেরিকারই হবে।”

বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। তেলের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও বলবৎ রয়েছে, যেটিকে ভারত অযৌক্তিক বলে মন্তব্য করেছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

পশ্চিম তীর দখলের পরিকল্পনা, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল আমিরাত

ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করেছে: ট্রাম্প

Update Time : 12:48:43 pm, Thursday, 4 September 2025

ভারতের শুল্ক নীতির বিরুদ্ধে ফের ক্ষোভ ঝাড়লেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে।”

৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ‘দ্য স্কট জেনিংস রেডিও শো’-তে এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, “চীন শুল্ক দিয়ে আমাদের শেষ করে দিচ্ছে, ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করছে এবং ব্রাজিলও একই পথে চলছে।”

ট্রাম্প দাবি করেন, শুল্ক নিয়ে তার চেয়ে বেশি কেউ বোঝে না। তিনি বলেন, “আমি ভারতের ওপর কর আরোপ করেছিলাম বলেই তারা শুল্ক কমাতে শুরু করে। তারা আমাকে জানিয়েছে, এখন আর কোনো শুল্ক থাকবে না। কিন্তু আমি যদি চাপ না দিতাম, এই প্রস্তাব কখনো আসত না।”

ভারতকে বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তার ভাষায়, “যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য ছিল একপাক্ষিক, যা আমেরিকার জন্য ছিল ক্ষতিকর।”

এদিকে, একটি মার্কিন আপিল আদালত ট্রাম্পের শুল্ক নীতিকে ‘অবৈধ’ বলে রায় দিয়েছে। জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, “আদালত ভুল করেছে, শেষ পর্যন্ত জয় আমেরিকারই হবে।”

বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। তেলের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও বলবৎ রয়েছে, যেটিকে ভারত অযৌক্তিক বলে মন্তব্য করেছে।