1:37 pm, Thursday, 4 September 2025

আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার মোটা অঙ্কের জরিমানা

আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার মোটা অঙ্কের জরিমানা। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বর্ণবাদ ও বৈষম্যমূলক আচরণে জড়িত থাকার অভিযোগে আর্জেন্টিনাসহ ৬টি দেশকে মোটা অঙ্কের জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শাস্তিপ্রাপ্ত দেশগুলো হলো- আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া হার্জেগোভিনা।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে এই দেশগুলোর সমর্থকরা বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করেছে। শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ২ লাখ ডলার (বাংলাদেশি অর্থে ২ কোটি ৪৩ লাখ টাকা) জরিমানা হয়েছে আলবেনিয়ার। ফিফার মতে, ৭ জুন সার্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচে প্রতিপক্ষের জাতীয় সঙ্গীত চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, যা খেলার নীতির পরিপন্থী।

এদিকে, ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বৈষম্য ও বর্ণবাদী আচরণের জন্য আর্জেন্টিনাকে ১ লাখ ৪৯ হাজার ডলার (বাংলাদেশি অর্থে ১ কোটি ৮১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

সেই ম্যাচে কড়া ট্যাকল করায় লাল কার্ড দেখেছিলেন বিশ্বকাপজয়ী তারকা এঞ্জো ফার্নান্দেজ। ফিফা তার দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি ৬ হাজার ২০০ ডলার (সাড়ে ৭ লাখ টাকা) জরিমানাও করেছে।

অন্যান্য দেশগুলোর মধ্যে চিলিকে ১ লাখ ৪৩ হাজার ডলার, কলম্বিয়াকে ৮৭ হাজার ডলার, সার্বিয়াকে ৬২ হাজার ডলার এবং বসনিয়া হার্জেগোভিনাকে ২৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ফিফা এসব সদস্য দেশকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে একটি ‘প্রতিরোধ পরিকল্পনা’ প্রণয়নেরও আহ্বান জানিয়েছে।

এর বাইরে সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ-পাচুকা ম্যাচে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন অ্যান্তোনিও রুডিগার। তবে প্রতিপক্ষ মেক্সিকান ক্লাবটির খেলোয়াড় গুস্তাভো ক্যাব্রালের বিপক্ষে রিয়াল তারকার অভিযোগ নিয়ে প্রমাণ পায়নি ফিফা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

পশ্চিম তীর দখলের পরিকল্পনা, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল আমিরাত

আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার মোটা অঙ্কের জরিমানা

Update Time : 12:14:53 pm, Thursday, 4 September 2025

বর্ণবাদ ও বৈষম্যমূলক আচরণে জড়িত থাকার অভিযোগে আর্জেন্টিনাসহ ৬টি দেশকে মোটা অঙ্কের জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শাস্তিপ্রাপ্ত দেশগুলো হলো- আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া হার্জেগোভিনা।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে এই দেশগুলোর সমর্থকরা বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করেছে। শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ২ লাখ ডলার (বাংলাদেশি অর্থে ২ কোটি ৪৩ লাখ টাকা) জরিমানা হয়েছে আলবেনিয়ার। ফিফার মতে, ৭ জুন সার্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচে প্রতিপক্ষের জাতীয় সঙ্গীত চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, যা খেলার নীতির পরিপন্থী।

এদিকে, ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বৈষম্য ও বর্ণবাদী আচরণের জন্য আর্জেন্টিনাকে ১ লাখ ৪৯ হাজার ডলার (বাংলাদেশি অর্থে ১ কোটি ৮১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

সেই ম্যাচে কড়া ট্যাকল করায় লাল কার্ড দেখেছিলেন বিশ্বকাপজয়ী তারকা এঞ্জো ফার্নান্দেজ। ফিফা তার দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি ৬ হাজার ২০০ ডলার (সাড়ে ৭ লাখ টাকা) জরিমানাও করেছে।

অন্যান্য দেশগুলোর মধ্যে চিলিকে ১ লাখ ৪৩ হাজার ডলার, কলম্বিয়াকে ৮৭ হাজার ডলার, সার্বিয়াকে ৬২ হাজার ডলার এবং বসনিয়া হার্জেগোভিনাকে ২৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ফিফা এসব সদস্য দেশকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে একটি ‘প্রতিরোধ পরিকল্পনা’ প্রণয়নেরও আহ্বান জানিয়েছে।

এর বাইরে সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ-পাচুকা ম্যাচে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন অ্যান্তোনিও রুডিগার। তবে প্রতিপক্ষ মেক্সিকান ক্লাবটির খেলোয়াড় গুস্তাভো ক্যাব্রালের বিপক্ষে রিয়াল তারকার অভিযোগ নিয়ে প্রমাণ পায়নি ফিফা।