এই সপ্তাহেই রাতের আকাশে দেখা যাবে এক দারুণ মহাজাগতিক দৃশ্য—ব্লাড মুন বা রক্তিম চাঁদ। একইসঙ্গে খালি চোখেই দেখা যাবে শনি গ্রহ। যারা মহাকাশ ভালোবাসেন, তাদের জন্য এটা হতে যাচ্ছে এক স্মরণীয় রাত।
ব্লাড মুন আসলে কী?
ব্লাড মুন মানে হলো পূর্ণ চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদ ঢেকে যায় পৃথিবীর ছায়ায়। তবে অন্ধকার হয়ে না গিয়ে, চাঁদ তখন এক ধরনের লালচে বা তামাটে রঙ ধারণ করে। কারণ, সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ঘুরে এসে চাঁদের গায়ে পড়ে এই রঙ তৈরি করে। আর এখান থেকেই এই নাম—ব্লাড মুন।
কবে দেখা যাবে?
চলতি ৭ বা ৮ সেপ্টেম্বর রাতের যেকোনো সময় এই ব্লাড মুন আকাশে দেখা যাবে। চাঁদ প্রায় ৫ ঘণ্টা আকাশে থাকবে, যার মধ্যে প্রায় ৮২ মিনিট থাকবে সেই রক্তিম রূপে।
বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
ভালো খবর হলো, ভারত, চীনসহ পুরো এশিয়া থেকে এই ব্লাড মুন দেখা যাবে। যেহেতু বাংলাদেশ দক্ষিণ এশিয়ায়, তাই এখান থেকেও খুব ভালোভাবেই দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
তবে, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। ইউরোপের কিছু অংশ থেকে দেখা যাবে, তবে তাদের পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে।
কোন সময়ে চোখ রাখবেন আকাশে?
আন্তর্জাতিক সময় অনুযায়ী:
চন্দ্রগ্রহণ শুরু: ৭ সেপ্টেম্বর, বিকাল ৩টা ২৮ মিনিট (বাংলাদেশ সময়)
পূর্ণগ্রহণ শুরু: ৫টা ৩০ মিনিট
পূর্ণগ্রহণ শেষ: সন্ধ্যা ৬টা ৫২ মিনিট
চন্দ্রগ্রহণ শেষ: রাত ৮টা ৫৫ মিনিট
এই সময়ের মধ্যে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকলেই দেখতে পাবেন সেই অসাধারণ লালচে চাঁদ। পাশাপাশি, এই সময় খালি চোখেই শনি গ্রহ দেখা যাবে বলে জানিয়েছে বিভিন্ন জ্যোতির্বিদ সংস্থা।