2:04 pm, Thursday, 4 September 2025

চুলা জ্বালাতেই বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

চুলা জ্বালাতেই বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে চুলা জ্বালানোর সময় ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কাঁচপুর বিসিক এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

প্রতিবেশী সবিনয় দাস জানান, ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বাসাটি দাউদাউ করে জ্বলতে থাকে। পরে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচজনই জরুরি বিভাগে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

পশ্চিম তীর দখলের পরিকল্পনা, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল আমিরাত

চুলা জ্বালাতেই বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

Update Time : 11:28:35 am, Thursday, 4 September 2025

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে চুলা জ্বালানোর সময় ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কাঁচপুর বিসিক এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

প্রতিবেশী সবিনয় দাস জানান, ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বাসাটি দাউদাউ করে জ্বলতে থাকে। পরে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচজনই জরুরি বিভাগে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।