বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানো হবে। একইসঙ্গে দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে এবং ১ কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপ আয়োজিত ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং পাকিস্তানের কনস্যুলার কামরান ডাঙ্গাল।
আমীর খসরু বলেন, গণতন্ত্র মানে শুধু ভোট দিয়ে সরকার পরিবর্তন নয়। দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার এবং সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র।
তিনি আরও বলেন, দেশের মানুষকে বঞ্চিত করে লোক দেখানো মেগা প্রকল্পের প্রয়োজন নেই। বরং জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানই হওয়া উচিত সরকারের প্রথম কাজ।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্ররা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিল। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে সেই বিষয়গুলো ইতোমধ্যে প্রতিফলিত হয়েছে।
সেমিনারে বক্তারা আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি গণতান্ত্রিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের রূপরেখা দিয়েছে, যা দেশের জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় সহায়ক হবে।