সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়ে নাই।”
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “ভারতে গিয়ে বসে শেখ হাসিনা আবার শয়তানি শুরু করেছে। সেখান থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে উসকানি দিচ্ছে—বলছে, তোমরা গোলমাল করো, মিছিল করো, মারামারি করো। নেতাদের ওপর যদি কেউ হাত তোলে, সেই হাত ভেঙে দাও।”
তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, “কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গোলযোগ করা যাবে না, কোনো গুজবে কান দেওয়া যাবে না। আমাদের ঐক্য অটুট রয়েছে, কোনো বিভেদ নেই।”
বিএনপির আদর্শ নিয়ে কথা বলতে গিয়ে ফখরুল বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করি। আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হলে মানুষ বিএনপিকেও গ্রহণ করবে না।”
তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা তা রক্ষা করবো।”
সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গে ড. ইউনূসের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “ড. ইউনূস চেষ্টা করছেন একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে।”
গণমাধ্যম প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমরা ক্ষমতায় এলে গণমাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারবে।”