12:17 pm, Wednesday, 3 September 2025

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১০৫

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১০৫। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফিলিস্তিনের গাজায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চালানো এই হামলায় একদিনেই অন্তত ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকে ত্রাণ সংগ্রহ করতে এসেছিলেন বলে জানিয়েছে আলজাজিরা।

গাজা সিটিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে—শুধুমাত্র এই এলাকায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনারা শহরটি দখলের উদ্দেশ্যে সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘনবসতিপূর্ণ আল-সাবরা মহল্লা, যেখানে কয়েকদিন ধরে টানা বোমাবর্ষণ চলছে। সর্বশেষ এক হামলায় একটি ত্রাণ শিবিরে আঘাত হানলে অন্তত ৩২ জন হতাহত হন।

অন্যদিকে, খাদ্য ও চিকিৎসার তীব্র সংকটে দুর্ভিক্ষের আশঙ্কা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ এখন ‘সিদ্ধান্তমূলক ধাপে’ পৌঁছেছে। তিনি জানিয়েছেন, এই অভিযান শুধু হামাসকে নয়, বরং গাজা, লেবানন, সিরিয়া, ইরান এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীকে নিয়েই গঠিত ‘ইরানি অক্ষ’কে দুর্বল করাই মূল লক্ষ্য।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামির নিশ্চিত করেছেন, গাজা সিটিতে এখন স্থল অভিযান চালানো হচ্ছে এবং আগামীতেও এই অভিযান আরও তীব্র হবে বলে জানিয়েছেন তিনি।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১০৫

Update Time : 11:31:05 am, Wednesday, 3 September 2025

ফিলিস্তিনের গাজায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চালানো এই হামলায় একদিনেই অন্তত ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকে ত্রাণ সংগ্রহ করতে এসেছিলেন বলে জানিয়েছে আলজাজিরা।

গাজা সিটিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে—শুধুমাত্র এই এলাকায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনারা শহরটি দখলের উদ্দেশ্যে সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘনবসতিপূর্ণ আল-সাবরা মহল্লা, যেখানে কয়েকদিন ধরে টানা বোমাবর্ষণ চলছে। সর্বশেষ এক হামলায় একটি ত্রাণ শিবিরে আঘাত হানলে অন্তত ৩২ জন হতাহত হন।

অন্যদিকে, খাদ্য ও চিকিৎসার তীব্র সংকটে দুর্ভিক্ষের আশঙ্কা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ এখন ‘সিদ্ধান্তমূলক ধাপে’ পৌঁছেছে। তিনি জানিয়েছেন, এই অভিযান শুধু হামাসকে নয়, বরং গাজা, লেবানন, সিরিয়া, ইরান এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীকে নিয়েই গঠিত ‘ইরানি অক্ষ’কে দুর্বল করাই মূল লক্ষ্য।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামির নিশ্চিত করেছেন, গাজা সিটিতে এখন স্থল অভিযান চালানো হচ্ছে এবং আগামীতেও এই অভিযান আরও তীব্র হবে বলে জানিয়েছেন তিনি।