12:17 pm, Wednesday, 3 September 2025

সোশ্যাল মিডিয়ায় নিজের ‘মৃত্যুর’ গুজব নিয়ে যা বললেন ট্রাম্প

সোশ্যাল মিডিয়ায় নিজের ‘মৃত্যুর’ গুজব নিয়ে যা বললেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে “ভুয়া ও ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে “ট্রাম্প মারা গেছেন” শিরোনামে ৫৬ হাজারের বেশি পোস্ট ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়, বিশেষ করে তার বয়স (৭৯) ঘিরে।

মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি দুই দিন ধরে কোনো জনসম্মুখে ছিলাম না, তাই তারা ধরে নিয়েছে আমার কিছু হয়েছে। এটি পুরোপুরি মিথ্যা খবর।”

সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প জানান, তিনি নিজে ট্রেন্ডটি না দেখলেও বিষয়টি সংবাদমাধ্যমে দেখে জেনেছেন। একইসঙ্গে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

ট্রাম্প আরও বলেন, “আমি পুরো সপ্তাহান্তজুড়ে বেশ সক্রিয় ছিলাম। পোটোম্যাক নদীর ধারের আমার ক্লাবে অনেকের সঙ্গে দেখা করেছি।” তিনি এই প্রসঙ্গে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়েও কটাক্ষ করেন—“আমাকে নিয়ে নানা কথা হচ্ছে, অথচ বাইডেনের শারীরিক অবস্থা কেমন, তা সবাই জানে।”

উল্লেখ্য, এর আগেও ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। জুলাইয়ে তার হাতে ক্ষত এবং গোড়ালিতে ফোলাভাব দেখা যাওয়ায় গুঞ্জন শুরু হয়। পরে হোয়াইট হাউস থেকে জানানো হয়, সেটি গুরুতর কিছু নয়। তবে সম্প্রতি তার হাতে মেকআপ দিয়ে ক্ষত ঢাকতে দেখা যাওয়ায় নতুন করে বিতর্ক দেখা দেয়।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

সোশ্যাল মিডিয়ায় নিজের ‘মৃত্যুর’ গুজব নিয়ে যা বললেন ট্রাম্প

Update Time : 11:16:35 am, Wednesday, 3 September 2025

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে “ভুয়া ও ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে “ট্রাম্প মারা গেছেন” শিরোনামে ৫৬ হাজারের বেশি পোস্ট ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়, বিশেষ করে তার বয়স (৭৯) ঘিরে।

মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি দুই দিন ধরে কোনো জনসম্মুখে ছিলাম না, তাই তারা ধরে নিয়েছে আমার কিছু হয়েছে। এটি পুরোপুরি মিথ্যা খবর।”

সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প জানান, তিনি নিজে ট্রেন্ডটি না দেখলেও বিষয়টি সংবাদমাধ্যমে দেখে জেনেছেন। একইসঙ্গে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

ট্রাম্প আরও বলেন, “আমি পুরো সপ্তাহান্তজুড়ে বেশ সক্রিয় ছিলাম। পোটোম্যাক নদীর ধারের আমার ক্লাবে অনেকের সঙ্গে দেখা করেছি।” তিনি এই প্রসঙ্গে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়েও কটাক্ষ করেন—“আমাকে নিয়ে নানা কথা হচ্ছে, অথচ বাইডেনের শারীরিক অবস্থা কেমন, তা সবাই জানে।”

উল্লেখ্য, এর আগেও ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। জুলাইয়ে তার হাতে ক্ষত এবং গোড়ালিতে ফোলাভাব দেখা যাওয়ায় গুঞ্জন শুরু হয়। পরে হোয়াইট হাউস থেকে জানানো হয়, সেটি গুরুতর কিছু নয়। তবে সম্প্রতি তার হাতে মেকআপ দিয়ে ক্ষত ঢাকতে দেখা যাওয়ায় নতুন করে বিতর্ক দেখা দেয়।