12:45 pm, Wednesday, 3 September 2025

ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকার নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকার নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ব্রেন্ট ক্রিস্টেনসেন একজন পেশাদার কূটনীতিক এবং সিনিয়র ফরেন সার্ভিসের কাউন্সেলর শ্রেণির সদস্য। বর্তমানে তিনি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৯ সাল থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

সিনেট তার মনোনয়ন অনুমোদন করলে, তিনি বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের স্থলে দায়িত্ব গ্রহণ করবেন। সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বিদায়ের পর জ্যাকবসন এ দায়িত্ব পালন করে আসছেন।

এমন সময় এই মনোনয়ন এলো, যখন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নানা আলোচনার কেন্দ্রে রয়েছে। মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, “বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেন সবচেয়ে যোগ্য ব্যক্তি। আশা করছি, সিনেট দ্রুত তার মনোনয়ন অনুমোদন করবে।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকার নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

Update Time : 10:34:07 am, Wednesday, 3 September 2025

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ব্রেন্ট ক্রিস্টেনসেন একজন পেশাদার কূটনীতিক এবং সিনিয়র ফরেন সার্ভিসের কাউন্সেলর শ্রেণির সদস্য। বর্তমানে তিনি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৯ সাল থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

সিনেট তার মনোনয়ন অনুমোদন করলে, তিনি বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের স্থলে দায়িত্ব গ্রহণ করবেন। সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বিদায়ের পর জ্যাকবসন এ দায়িত্ব পালন করে আসছেন।

এমন সময় এই মনোনয়ন এলো, যখন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নানা আলোচনার কেন্দ্রে রয়েছে। মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, “বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেন সবচেয়ে যোগ্য ব্যক্তি। আশা করছি, সিনেট দ্রুত তার মনোনয়ন অনুমোদন করবে।”