9:30 pm, Tuesday, 2 September 2025

ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির ঘটনায় তদন্ত কমিটি

ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির ঘটনায় তদন্ত কমিটি। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকির ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এই কমিটি গঠন করা হয়।

ফাহমিদা আলম ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ এবং একই প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাইম হাসান লিখিতভাবে হুমকির বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ চেয়ে আবেদন করেন।

উক্ত অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল বোর্ড থেকে তিন সদস্যের একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, শেহরীন আমিন ভূঁইয়া এবং রেজাউল করিম সোহাগ। তাদের দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির ঘটনায় তদন্ত কমিটি

Update Time : 05:30:03 pm, Tuesday, 2 September 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকির ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এই কমিটি গঠন করা হয়।

ফাহমিদা আলম ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ এবং একই প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাইম হাসান লিখিতভাবে হুমকির বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ চেয়ে আবেদন করেন।

উক্ত অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল বোর্ড থেকে তিন সদস্যের একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, শেহরীন আমিন ভূঁইয়া এবং রেজাউল করিম সোহাগ। তাদের দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।