ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে। ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বহিরাগত ব্যক্তি কিংবা অতিথিদের হলে থাকা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সিদ্ধান্তের কথা জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ২ সেপ্টেম্বর থেকে হলগুলোতে কেবল বৈধ আবাসিক শিক্ষার্থীরা থাকতে পারবে, অন্য কেউ হলে অবস্থান করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।