12:12 am, Wednesday, 3 September 2025

পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার ফরিদপুর উপজেলায় চলন্ত ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান।

নিহতরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) এবং তাদের সাত বছরের মেয়ে সুমাইয়া। গুরুতর আহত সোহেল রানা (২৮) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে চাটমোহরে বাড়ি ফিরছিলেন সোহেল রানা। পথে ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি হাসনাত জামান আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

Update Time : 12:41:40 pm, Tuesday, 2 September 2025

পাবনার ফরিদপুর উপজেলায় চলন্ত ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান।

নিহতরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) এবং তাদের সাত বছরের মেয়ে সুমাইয়া। গুরুতর আহত সোহেল রানা (২৮) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে চাটমোহরে বাড়ি ফিরছিলেন সোহেল রানা। পথে ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি হাসনাত জামান আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।