10:00 pm, Tuesday, 2 September 2025

পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক ‘লজ্জাজনক’: যুক্তরাষ্ট্র

পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক ‘লজ্জাজনক’: যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে “লজ্জাজনক” বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নাভারো বলেন, “মোদিকে শি জিনপিং ও পুতিনের সঙ্গে এত ঘনিষ্ঠ হতে দেখা সত্যিই দুঃখজনক। জানি না তিনি কী ভাবছেন। আশা করি, তিনি বুঝবেন— ভারতের আসল জায়গা রাশিয়ার পাশে নয়, বরং আমাদের (যুক্তরাষ্ট্রের) পাশে।”

গত রোববার চীনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে মোদি, পুতিন ও শির মধ্যে সরাসরি বৈঠক হয়। এর পরদিনই পিটার নাভারো তার কঠোর প্রতিক্রিয়া জানান।

নাভারো দীর্ঘদিন ধরেই ভারতের বাণিজ্যনীতি এবং রাশিয়ার সঙ্গে এর সম্পর্ক নিয়ে সমালোচনামূলক অবস্থানে রয়েছেন। তার দাবি, ভারত রাশিয়ার কাছ থেকে ছাড়কৃত দামে অপরিশোধিত তেল কিনে তা প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করছে, যা রাশিয়াকে যুদ্ধ চালাতে সহায়তা করছে।

তিনি বলেন, “ভারতের শোধনাগারগুলো ক্রেমলিনের মানি লন্ড্রির অংশ হয়ে গেছে। ভারত সস্তায় রুশ তেল কিনে বিদেশে বেশি দামে বিক্রি করছে। এতে ইউক্রেনীয়রা মরছে, আর আমাদের করদাতারা খেসারত দিচ্ছে।”

ভারতের শুল্কনীতি নিয়েও আগেও একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন নাভারো। তিনি ভারতকে “ট্যারিফের মহারাজা” আখ্যা দিয়ে বলেন, বিশ্বের বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারতের আমদানি শুল্ক সবচেয়ে বেশি।

তার ভাষায়, “ভারতের সমস্যা দুই দিক থেকে— একদিকে অন্যায্য বাণিজ্যনীতি, অন্যদিকে রাশিয়ার তেল কেনার ‘শাস্তি’। এ দুইয়ের মিলেই যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

নাভারো আরও অভিযোগ করেন, ভারতের এই বাণিজ্যিক সুবিধার ফলে “উচ্চবর্ণের ব্রাহ্মণ শ্রেণি” মুনাফা করছে, আর সাধারণ ভারতীয়রা পড়ছে ক্ষতির মুখে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক ‘লজ্জাজনক’: যুক্তরাষ্ট্র

Update Time : 10:59:40 am, Tuesday, 2 September 2025

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে “লজ্জাজনক” বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নাভারো বলেন, “মোদিকে শি জিনপিং ও পুতিনের সঙ্গে এত ঘনিষ্ঠ হতে দেখা সত্যিই দুঃখজনক। জানি না তিনি কী ভাবছেন। আশা করি, তিনি বুঝবেন— ভারতের আসল জায়গা রাশিয়ার পাশে নয়, বরং আমাদের (যুক্তরাষ্ট্রের) পাশে।”

গত রোববার চীনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে মোদি, পুতিন ও শির মধ্যে সরাসরি বৈঠক হয়। এর পরদিনই পিটার নাভারো তার কঠোর প্রতিক্রিয়া জানান।

নাভারো দীর্ঘদিন ধরেই ভারতের বাণিজ্যনীতি এবং রাশিয়ার সঙ্গে এর সম্পর্ক নিয়ে সমালোচনামূলক অবস্থানে রয়েছেন। তার দাবি, ভারত রাশিয়ার কাছ থেকে ছাড়কৃত দামে অপরিশোধিত তেল কিনে তা প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করছে, যা রাশিয়াকে যুদ্ধ চালাতে সহায়তা করছে।

তিনি বলেন, “ভারতের শোধনাগারগুলো ক্রেমলিনের মানি লন্ড্রির অংশ হয়ে গেছে। ভারত সস্তায় রুশ তেল কিনে বিদেশে বেশি দামে বিক্রি করছে। এতে ইউক্রেনীয়রা মরছে, আর আমাদের করদাতারা খেসারত দিচ্ছে।”

ভারতের শুল্কনীতি নিয়েও আগেও একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন নাভারো। তিনি ভারতকে “ট্যারিফের মহারাজা” আখ্যা দিয়ে বলেন, বিশ্বের বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারতের আমদানি শুল্ক সবচেয়ে বেশি।

তার ভাষায়, “ভারতের সমস্যা দুই দিক থেকে— একদিকে অন্যায্য বাণিজ্যনীতি, অন্যদিকে রাশিয়ার তেল কেনার ‘শাস্তি’। এ দুইয়ের মিলেই যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

নাভারো আরও অভিযোগ করেন, ভারতের এই বাণিজ্যিক সুবিধার ফলে “উচ্চবর্ণের ব্রাহ্মণ শ্রেণি” মুনাফা করছে, আর সাধারণ ভারতীয়রা পড়ছে ক্ষতির মুখে।