1:49 am, Wednesday, 3 September 2025

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিল বেলজিয়াম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিল বেলজিয়াম। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম। একইসঙ্গে ইসরায়েল সরকারের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এ ঘোষণা দেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রেভো লেখেন, “জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। পাশাপাশি, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞাও কার্যকর করা হবে।”

এই নিষেধাজ্ঞার মধ্যে অন্যতম হলো—অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বসতি থেকে আমদানি করা পণ্য নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতিমালা পুনর্মূল্যায়ন করা।

বেলজিয়ামের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন গাজায় ইসরায়েলের টানা হামলায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন এবং আহত হয়েছেন আরও এক লাখ ৬০ হাজার ২৫৬ জন।

এর আগে, জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এরপর আরও কয়েকটি দেশ একই পথে হাঁটলেও, কেউ কেউ শর্তসাপেক্ষে স্বীকৃতির কথা বলেছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ১৪৭টি দেশ—যা মোট সদস্য দেশের প্রায় ৭৫ শতাংশ—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিল বেলজিয়াম

Update Time : 10:38:14 am, Tuesday, 2 September 2025

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম। একইসঙ্গে ইসরায়েল সরকারের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এ ঘোষণা দেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রেভো লেখেন, “জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। পাশাপাশি, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞাও কার্যকর করা হবে।”

এই নিষেধাজ্ঞার মধ্যে অন্যতম হলো—অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বসতি থেকে আমদানি করা পণ্য নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতিমালা পুনর্মূল্যায়ন করা।

বেলজিয়ামের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন গাজায় ইসরায়েলের টানা হামলায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন এবং আহত হয়েছেন আরও এক লাখ ৬০ হাজার ২৫৬ জন।

এর আগে, জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এরপর আরও কয়েকটি দেশ একই পথে হাঁটলেও, কেউ কেউ শর্তসাপেক্ষে স্বীকৃতির কথা বলেছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ১৪৭টি দেশ—যা মোট সদস্য দেশের প্রায় ৭৫ শতাংশ—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।