তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, পারমাণবিক আলোচনা অব্যাহত রাখা ইরানের জন্য কার্যকর হবে। সোমবার (১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হলেও বিশেষ গুরুত্ব পায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও চলমান কূটনৈতিক প্রক্রিয়া।
এরদোয়ান পেজেশকিয়ানকে জানান, তেহরানের জন্য পারমাণবিক আলোচনা অব্যাহত রাখা একটি কার্যকর কূটনৈতিক কৌশল। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন, আঙ্কারা এই বিষয়ে ইরানের প্রতি ইতিবাচক অবস্থান ও সমর্থন বজায় রাখবে।
তিনি আরও বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে জ্বালানি খাতে, শুধু তুরস্ক ও ইরানের জন্য নয়, বরং গোটা অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে। বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তার দিকেও ইঙ্গিত দেন তিনি।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক বিনিয়োগ নিয়েও আলোচনা হয় বলে আঙ্কারার প্রেসিডেন্ট দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।