ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাব্বির ফয়েজ। সোমবার (১ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত বছরের ২৫ অক্টোবর জেলা জজ মো. সাব্বির ফয়েজকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব দেওয়া হয়।
বিচারক সাব্বির ফয়েজ বিভিন্ন জেলায় জেলা জজ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ওই পদে তিনি দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ সাব্বির ফয়েজ বিচার বিভাগের একজন চৌকষ কর্মকর্তা হিসেবে সবার কাছে পরিচিত।