আরও একবার হতাশা নিয়ে মাঠ ছাড়লো লিওনেল মেসির ইন্টার মায়ামি। লিগস কাপের ফাইনালে বড় ব্যবধানে ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে ডেভিড বেকহামের মালিকানাধীন দলের।
বাংলাদেশ সময় সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত লুমেন ফিল্ডে অনুষ্ঠিত হয় লিগস কাপের শিরোপা লড়াই। বল দখল, পাসিং, পজিশন— সব দিকেই এগিয়ে ছিল মেসির দল। কিন্তু গোলের দেখা পায়নি। সবচেয়ে হতাশাজনক দিক, পুরো ম্যাচে ইন্টার মায়ামির একটিও অন-টার্গেট শট ছিল না।
ম্যাচের ২৬তম মিনিটে হেডে গোল করে সিয়াটেলকে এগিয়ে দেন ডি রোসারিও। বক্সের বাইরে থেকে সতীর্থের পাসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান তিনি।
বিরতির পরে গোল শোধের বড় সুযোগ পেয়েছিলেন মেসি। লুইস সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোলরক্ষকের সামনে একা দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু তাঁর শট চলে যায় পোস্টের ওপর দিয়ে।
ম্যাচের শেষভাগে গিয়ে ব্যবধান আরও বাড়ায় সিয়াটেল। ৮৪তম মিনিটে ডি বক্সে ফাউলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন আলেক্স রোলড্যান। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট খানেক আগে আরও একটি গোল করেন পল রথরক। ৩-০ ব্যবধানের জয়ে উৎসব শুরু করে সিয়াটেল শিবির।
এই হারে মেসির ক্যারিয়ারে ৪৭তম শিরোপা জয়ের স্বপ্ন আরও কিছুদিনের জন্য স্থগিত রইল। সবশেষ তিনি ২০২৪ সালে ইন্টার মায়ামির হয়ে সাপোর্টারস শিল্ড জিতেছিলেন।