11:39 am, Monday, 1 September 2025

‘দ্রুত নির্বাচন দিয়ে ড. ইউনূসের সরে দাঁড়ানো উচিত’

‘দ্রুত নির্বাচন দিয়ে ড. ইউনূসের সরে দাঁড়ানো উচিত’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাংবাদিক ও বিশ্লেষক ইলিয়াস হোসাইন বলেছেন, যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের সরে দাঁড়ানো উচিত। বর্তমান সরকারের নীতিনির্ধারকদের বেশিরভাগই অতীতে কখনো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেননি উল্লেখ করে তিনি বলেন, “এই ধরনের উপদেষ্টাদের দিয়ে দেশ পরিচালনায় ইতিবাচক কিছু আশা করা যায় না।”

রোববার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এসব মন্তব্য করেন।

ইলিয়াস বলেন, “যখন কেউ ফেঁসে যান, তখন হাত-পা গুটিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। তবে তা কাজে দেবে না। ক্ষমতার চেয়ার থাকা অবস্থায় যদি কাজ করে না যান, তাহলে চেয়ার হারানোর পর সেই চেয়ারের মূল্য অনুধাবন করতে পারবেন না।”

তিনি আরও বলেন, “এখনও অনেক নিরপরাধ মানুষ বিচার ছাড়াই কারাগারে রয়েছেন। একজন বিচারক বলেছিলেন, ‘লাঞ্চের পরে আদেশ দেব’, কিন্তু সেই ‘লাঞ্চের পর’ আর এল না— আট মাস পেরিয়ে গেছে, এখনো কোনো রায় নেই। এই বিষয়গুলো ড. ইউনূসের সরকার খেয়াল করে না।”

বর্তমান সরকার ব্যবস্থার কঠোর সমালোচনা করে ইলিয়াস বলেন, “আমরা এমন সরকার চাই না যারা সবকিছু ফেলে রেখে চলে যেতে চায়। এখন সময় দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের।”

বিএনপি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি বিএনপি করি না, কিন্তু এবার তাদের ক্ষমতায় আসা উচিত বলে মনে করি। বিশেষ করে তারেক রহমানের কিছু নীতি ও পরিকল্পনা আশাব্যঞ্জক। তার দলে যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়ায়, বিএনপি সঙ্গে সঙ্গে বহিষ্কার করছে, এটি ইতিবাচক দিক।”

তবে বিএনপির ছাত্রদল ও অঙ্গ সংগঠন নিয়ে প্রতিনিয়ত যেভাবে চাঁদাবাজির খবর প্রকাশ হয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। “একটি গ্রামের ওয়ার্ড পর্যায়ের নেতার বিরুদ্ধে অভিযোগ আসলেও সেটাকে যেন কেন্দ্রীয় নেতাদের অপরাধ বলে প্রচার করা হয়,”—বলেন ইলিয়াস।

সরকারি মন্ত্রণালয়গুলোতে চলমান দুর্নীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “আজকে কোন মন্ত্রণালয় ঠিকভাবে চলছে? সবখানেই তো দুর্নীতি। কারণ একটাই— বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করে কালিমা লেপনের চেষ্টা চলছে।”

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে ইলিয়াস বলেন, “আমি বিশ্বাস করি, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি তার দলের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবেন। এতে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘দ্রুত নির্বাচন দিয়ে ড. ইউনূসের সরে দাঁড়ানো উচিত’

Update Time : 10:56:14 am, Monday, 1 September 2025

সাংবাদিক ও বিশ্লেষক ইলিয়াস হোসাইন বলেছেন, যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের সরে দাঁড়ানো উচিত। বর্তমান সরকারের নীতিনির্ধারকদের বেশিরভাগই অতীতে কখনো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেননি উল্লেখ করে তিনি বলেন, “এই ধরনের উপদেষ্টাদের দিয়ে দেশ পরিচালনায় ইতিবাচক কিছু আশা করা যায় না।”

রোববার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এসব মন্তব্য করেন।

ইলিয়াস বলেন, “যখন কেউ ফেঁসে যান, তখন হাত-পা গুটিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। তবে তা কাজে দেবে না। ক্ষমতার চেয়ার থাকা অবস্থায় যদি কাজ করে না যান, তাহলে চেয়ার হারানোর পর সেই চেয়ারের মূল্য অনুধাবন করতে পারবেন না।”

তিনি আরও বলেন, “এখনও অনেক নিরপরাধ মানুষ বিচার ছাড়াই কারাগারে রয়েছেন। একজন বিচারক বলেছিলেন, ‘লাঞ্চের পরে আদেশ দেব’, কিন্তু সেই ‘লাঞ্চের পর’ আর এল না— আট মাস পেরিয়ে গেছে, এখনো কোনো রায় নেই। এই বিষয়গুলো ড. ইউনূসের সরকার খেয়াল করে না।”

বর্তমান সরকার ব্যবস্থার কঠোর সমালোচনা করে ইলিয়াস বলেন, “আমরা এমন সরকার চাই না যারা সবকিছু ফেলে রেখে চলে যেতে চায়। এখন সময় দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের।”

বিএনপি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি বিএনপি করি না, কিন্তু এবার তাদের ক্ষমতায় আসা উচিত বলে মনে করি। বিশেষ করে তারেক রহমানের কিছু নীতি ও পরিকল্পনা আশাব্যঞ্জক। তার দলে যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়ায়, বিএনপি সঙ্গে সঙ্গে বহিষ্কার করছে, এটি ইতিবাচক দিক।”

তবে বিএনপির ছাত্রদল ও অঙ্গ সংগঠন নিয়ে প্রতিনিয়ত যেভাবে চাঁদাবাজির খবর প্রকাশ হয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। “একটি গ্রামের ওয়ার্ড পর্যায়ের নেতার বিরুদ্ধে অভিযোগ আসলেও সেটাকে যেন কেন্দ্রীয় নেতাদের অপরাধ বলে প্রচার করা হয়,”—বলেন ইলিয়াস।

সরকারি মন্ত্রণালয়গুলোতে চলমান দুর্নীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “আজকে কোন মন্ত্রণালয় ঠিকভাবে চলছে? সবখানেই তো দুর্নীতি। কারণ একটাই— বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করে কালিমা লেপনের চেষ্টা চলছে।”

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে ইলিয়াস বলেন, “আমি বিশ্বাস করি, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি তার দলের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবেন। এতে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।”