গাজার রাজধানী গাজা সিটিতে বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামাস এই মৃত্যুর খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
সোমবার (১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, গাজার ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায় চালানো হামলায় উবাইদা নিহত হন। ওই হামলায় আরও অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এবং গোয়েন্দা সংস্থা শিন বেট-কে “ত্রুটিহীন অভিযান” পরিচালনার জন্য অভিনন্দন জানান।
আইডিএফ ও শিন বেট এক যৌথ বিবৃতিতে জানায়, আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবু উবাইদার অবস্থান চিহ্নিত করে তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
আবু উবাইদা ছিলেন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের অন্যতম শীর্ষ নেতা। মুখ ঢাকা অবস্থায় দেওয়া তার দৃঢ় ভাষণের কারণে তিনি হামাস সমর্থকদের মধ্যে একটি প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।
ধারণা করা হচ্ছে, নিহত হওয়ার আগে গত শুক্রবার তিনি শেষবারের মতো একটি ভিডিও বার্তায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন এবং বন্দিদের বিষয়ে কড়া বক্তব্য দেন।
হামলার সময় যেই ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তা মূলত একটি দাঁতের চিকিৎসকের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর ভবন থেকে বিপুল পরিমাণ অর্থ উড়তে দেখা যায়, যার কিছু অংশ স্থানীয়রা সংগ্রহ করলেও পরে হামাস তা উদ্ধার করে।
ইসরায়েল বলছে, গাজা দখলের পরিকল্পনার অংশ হিসেবেই আবু উবাইদাকে টার্গেট করা হয়েছে এবং সামনে তার সহযোগীরাও হামলার আওতায় আসবে।