11:45 am, Monday, 1 September 2025

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে বিদেশ সফরের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন শেষ হওয়ার পরও বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী তাকে বোর্ডিং গেট থেকে ফিরিয়ে নিয়ে আসে।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টার ফ্লাইটে অফিসিয়াল সফরের অংশ হিসেবে আফ্রিকার দেশ নামিবিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ড. হাবিবুর রহমানের। তিনি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে একটি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন।

বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ইমিগ্রেশন সম্পন্ন হলেও নিরাপত্তাকর্মীরা তাকে জানিয়ে দেন—“সরকারের নির্দেশে” তার ভ্রমণে বাধা দেওয়া হয়েছে। তাই তাকে দেশে ফিরে যেতে বলা হয়।

পরে ড. হাবিবুর রহমান বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান।

তবে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কী কারণ রয়েছে—সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দপ্তর।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

Update Time : 10:36:52 am, Monday, 1 September 2025

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে বিদেশ সফরের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন শেষ হওয়ার পরও বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী তাকে বোর্ডিং গেট থেকে ফিরিয়ে নিয়ে আসে।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টার ফ্লাইটে অফিসিয়াল সফরের অংশ হিসেবে আফ্রিকার দেশ নামিবিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ড. হাবিবুর রহমানের। তিনি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে একটি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন।

বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ইমিগ্রেশন সম্পন্ন হলেও নিরাপত্তাকর্মীরা তাকে জানিয়ে দেন—“সরকারের নির্দেশে” তার ভ্রমণে বাধা দেওয়া হয়েছে। তাই তাকে দেশে ফিরে যেতে বলা হয়।

পরে ড. হাবিবুর রহমান বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান।

তবে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কী কারণ রয়েছে—সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দপ্তর।