বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ফেসবুক বার্তায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে।
রোববার (৩১ আগস্ট) দেওয়া এ বার্তায় তিনি বলেন, “জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। দলটি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
তারেক রহমান বলেন, স্বাধীনতার পর একদলীয় শাসন ব্যবস্থা ও বাকশালের মাধ্যমে দেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। শহীদ জিয়া ক্ষমতায় এসে সেই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণ ঘটান এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।
তিনি আরও বলেন, “বিএনপি বিগত ৪৭ বছরে রাষ্ট্রক্ষমতায় এসে জনগণের কল্যাণে নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারীর ক্ষমতায়ন, রেমিট্যান্স ও বৈদেশিক কর্মসংস্থানে বড় অগ্রগতি সাধন করেছে। এ সময় দেশে আর কোনো দুর্ভিক্ষ দেখা দেয়নি।”
বর্তমান সময়ের প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি নেতৃত্বে আন্দোলনে অংশ নিয়ে অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন। আজও দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি ও সন্ত্রাস চলছে। এই অমানবিকতার অবসান প্রয়োজন।”
তারেক রহমান বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও অবাধ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। এটাই হোক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।