11:45 am, Monday, 1 September 2025

ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান, নিহত বেড়ে ২৫০

ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান, নিহত বেড়ে ২৫০। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত রবিবার গভীর রাতে সংঘটিত একটি শক্তিশালী ভূমিকম্পে কুনার প্রদেশে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৫০০ জনের বেশি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু ও টিআরটি ওয়ার্ল্ড জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে, ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০, এবং এর কিছুক্ষণ পর আরও দুটি আফটারশক (৫.২ মাত্রার) অনুভূত হয়।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনার ও আশপাশের প্রদেশগুলোতে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করেই বলেন, উদ্ধার ও সহায়তা কার্যক্রমে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও সম্পৃক্ত রয়েছে।

উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও সহায়তাকারী দল পাঠানো হয়েছে বলে জানান মুজাহিদ।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান, নিহত বেড়ে ২৫০

Update Time : 09:48:25 am, Monday, 1 September 2025

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত রবিবার গভীর রাতে সংঘটিত একটি শক্তিশালী ভূমিকম্পে কুনার প্রদেশে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৫০০ জনের বেশি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু ও টিআরটি ওয়ার্ল্ড জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে, ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০, এবং এর কিছুক্ষণ পর আরও দুটি আফটারশক (৫.২ মাত্রার) অনুভূত হয়।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনার ও আশপাশের প্রদেশগুলোতে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করেই বলেন, উদ্ধার ও সহায়তা কার্যক্রমে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও সম্পৃক্ত রয়েছে।

উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও সহায়তাকারী দল পাঠানো হয়েছে বলে জানান মুজাহিদ।