২৫তম সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার চীনের তিয়ানজিনে পৌঁছেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর আমন্ত্রণে তিনি একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক দলসহ সফর করছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, পেজেশকিয়ানের সফরের সময়সূচিতে রয়েছে সম্মেলনে ভাষণ প্রদান, শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, এবং পার্শ্বসভায় অন্যান্য নেতা ও কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতা। এছাড়া ইরান ও অন্যান্য এসসিও সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের দিকনির্দেশনা নির্ধারণ করাও তার লক্ষ্য।
তেহরান ত্যাগের আগে পেজেশকিয়ান উল্লেখ করেছিলেন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা। তিনি বলেছেন, এটি বহুপাক্ষিকতা প্রচার এবং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
এবারের সম্মেলনে ২০টির বেশি বিদেশি নেতা এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা অংশগ্রহণ করবেন। পেজেশকিয়ানের উপস্থিতি ইরানের বহুপাক্ষিক কূটনীতি এবং আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেওয়ার একটি স্পষ্ট সংকেত হিসেবে ধরা হচ্ছে।