আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন। বিএনপি আশা করছে, প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে আমরা মতামত দিয়েছি। বিএনপি মনে করে, এটি অত্যন্ত গর্হিত কাজ ও উদ্বেগজনক। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। আমাদের ধারণা, নির্বাচন বিলম্বিত করার জন্য একটি শক্তি এ ধরনের কর্মকাণ্ড করছে।
জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠকে কোনো আলোচনা হয়নি।
লন্ডনে একটি দলের প্রধানের সঙ্গে বৈঠক করে সরকার দুর্বলতার পরিচয় দিয়েছে—জামায়াতের এমন অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। করতেই পারেন। তার এখতিয়ার আছে যেকোনো দলের প্রধানের সঙ্গে বসার। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়।
বিএনপি মহাসচিব আরও বলেন, “নির্বাচন পেছানোর সুযোগ নেই। ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে। প্রধান উপদেষ্টাও একই কথা বলেছেন।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।