2:55 am, Monday, 1 September 2025

নির্বাচনের বিকল্প ভাবলে তা জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটি হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন, সেই সময়ের মধ্যেই ভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা আবারও আশ্বস্ত করেছেন যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, বৈঠকের মাঝামাঝি সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার তার সঙ্গে দেখা করেন। এ সময় জুলাই সনদ চূড়ান্তকরণ ও রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আলোচনা হয়।

দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সতর্কতা নিতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে। এ সময়ে যেন কোনো ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

জাতীয় পার্টি বিষয়ে আলোচনাতেও বিভিন্ন দল মতামত দিয়েছে বলে জানান প্রেস সচিব। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপদেষ্টা আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল ও ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার

নির্বাচনের বিকল্প ভাবলে তা জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা

Update Time : 10:32:30 pm, Sunday, 31 August 2025

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটি হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন, সেই সময়ের মধ্যেই ভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা আবারও আশ্বস্ত করেছেন যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, বৈঠকের মাঝামাঝি সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার তার সঙ্গে দেখা করেন। এ সময় জুলাই সনদ চূড়ান্তকরণ ও রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আলোচনা হয়।

দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সতর্কতা নিতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে। এ সময়ে যেন কোনো ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

জাতীয় পার্টি বিষয়ে আলোচনাতেও বিভিন্ন দল মতামত দিয়েছে বলে জানান প্রেস সচিব। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপদেষ্টা আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল ও ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।