আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘোষিত অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের রোডম্যাপ ইতোমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন নির্বাচনি প্রস্তুতি চলছে।
এরই ধারাবাহিকতায় নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নির্বাচন, জোট ও ইসলামি রাজনীতি নিয়ে কথা বলেছেন দৈনিক যুগান্তরের সঙ্গে।
সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচনি জোটে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ ছাড়া বৃহত্তর কোনো সমঝোতা সম্ভব নয়।তাঁর মতে, ইসলামি দলগুলোর মধ্যে ‘এক বাক্সে ভোটের নীতি’ বাস্তবায়নের দিকেই অগ্রসর হচ্ছে আলোচনা।
চরমোনাই পীর বলেন, অধিকাংশ ইসলামি দলই জামায়াতকে সঙ্গে নিয়েই বৃহত্তর নির্বাচনি সমঝোতায় একমত। আমাদের দল ছাড়া অনেক ইসলামি দল অতীতেও জামায়াতের সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। তাই আলোচনাগুলো চলছে জামায়াতকে বাদ দিয়ে নয়।
তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে আদর্শগত পার্থক্য থাকলেও রাজনৈতিক ইতিহাসে বহুবার ঐক্য ও সমঝোতা হয়েছে। জোট ভেঙে যাওয়ার যে কথা শোনা যায়, তা সঠিক নয়, মন্তব্য করেন তিনি।
২০০১ সালে জাতীয় পার্টির সঙ্গে ইসলামী আন্দোলনের জোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, সেটি ছিল একটি নির্বাচনি জোট, আদর্শিক নয়। তাঁর ভাষায়, আদর্শিক জোট ও নির্বাচনি সমঝোতার মধ্যে পার্থক্য রয়েছে। বিষয়টি স্পষ্টভাবে বুঝতে হবে।