1:12 am, Monday, 1 September 2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দেড় শতাধিক আহত, যৌথ বাহিনী মোতায়েন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ক্যাম্পাসে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছান।

এর আগে বিকেল ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজার থেকে পূর্ব রেলগেট পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা হোস্টেলে ও আশপাশের এলাকায় হামলা চালান। এ বিষয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মিলন হোসেন বলেন, যৌথ বাহিনী বিকেলে এলেও যদি আরও আগে আসতো, তাহলে এত শিক্ষার্থী আহত হতো না। এর দায় সরকারকেই নিতে হবে।

এর আগে দুপুরে পরিস্থিতি শান্ত করতে উপউপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ঘটনাস্থলে গেলে তাদের সামনেই শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৩০ জন গুরুতর আহত বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দেড় শতাধিক আহত, যৌথ বাহিনী মোতায়েন

Update Time : 08:35:37 pm, Sunday, 31 August 2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ক্যাম্পাসে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছান।

এর আগে বিকেল ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজার থেকে পূর্ব রেলগেট পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা হোস্টেলে ও আশপাশের এলাকায় হামলা চালান। এ বিষয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মিলন হোসেন বলেন, যৌথ বাহিনী বিকেলে এলেও যদি আরও আগে আসতো, তাহলে এত শিক্ষার্থী আহত হতো না। এর দায় সরকারকেই নিতে হবে।

এর আগে দুপুরে পরিস্থিতি শান্ত করতে উপউপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ঘটনাস্থলে গেলে তাদের সামনেই শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৩০ জন গুরুতর আহত বলে জানা গেছে।