2:58 pm, Tuesday, 16 September 2025

‘আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই’

‘আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই।”

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনায় জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “গতকাল একটি রাজনৈতিক দল বলেছে— যদি পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচন না হয়, তারা দেশে নির্বাচন হতে দেবে না। আমি আজ স্পষ্ট করে বলছি— ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, রমজান শুরুর আগে, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেটি কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ ছাড়া সেই শক্তি কারো নেই।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি চাইলে তা সংসদের উচ্চকক্ষে চান, নিম্নকক্ষে নয়। তাদের উদ্দেশ্য ভিন্ন, বিভ্রান্ত করার জন্যই এমন দাবি তোলা হচ্ছে।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “যারা নির্বাচন ব্যাহত করতে চায়, যারা ঠুনকো যুক্তি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা গণতন্ত্রবিরোধী। অথচ আমরা ভোটের অধিকার, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। এখন সময় ঐক্যবদ্ধ থেকে সেই গণতান্ত্রিক শক্তিকে রক্ষা করার।”

দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাস তুলে ধরে সালাহউদ্দিন বলেন, “এই দেশের ইতিহাস শহীদদের রক্তে লেখা। বাংলাদেশই আমাদের ঠিকানা। এখানে কোনো প্রভু থাকবে না। বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ রাজনীতি।”

নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মো. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী। সম্মেলনে আরও বক্তব্য রাখেন হাবিব উন নবী খান সোহেল, শরীফুল আলম, কায়সার কামাল, এবং এটিএম আব্দুল বারী ড্যানি।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই’

Update Time : 10:58:24 am, Sunday, 31 August 2025

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই।”

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনায় জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “গতকাল একটি রাজনৈতিক দল বলেছে— যদি পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচন না হয়, তারা দেশে নির্বাচন হতে দেবে না। আমি আজ স্পষ্ট করে বলছি— ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, রমজান শুরুর আগে, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেটি কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ ছাড়া সেই শক্তি কারো নেই।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি চাইলে তা সংসদের উচ্চকক্ষে চান, নিম্নকক্ষে নয়। তাদের উদ্দেশ্য ভিন্ন, বিভ্রান্ত করার জন্যই এমন দাবি তোলা হচ্ছে।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “যারা নির্বাচন ব্যাহত করতে চায়, যারা ঠুনকো যুক্তি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা গণতন্ত্রবিরোধী। অথচ আমরা ভোটের অধিকার, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। এখন সময় ঐক্যবদ্ধ থেকে সেই গণতান্ত্রিক শক্তিকে রক্ষা করার।”

দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাস তুলে ধরে সালাহউদ্দিন বলেন, “এই দেশের ইতিহাস শহীদদের রক্তে লেখা। বাংলাদেশই আমাদের ঠিকানা। এখানে কোনো প্রভু থাকবে না। বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ রাজনীতি।”

নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মো. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী। সম্মেলনে আরও বক্তব্য রাখেন হাবিব উন নবী খান সোহেল, শরীফুল আলম, কায়সার কামাল, এবং এটিএম আব্দুল বারী ড্যানি।