8:19 pm, Sunday, 31 August 2025

‘সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে’

‘সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গতকাল নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নিয়ম পরিবর্তন বা কাঠামোগত সংস্কার ছাড়া ভবিষ্যতে আরও অনেকের জন্য একই পরিণতি অপেক্ষা করছে।

শনিবার ৩০ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি আয়োজন করে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত বলেন, নুর ভাইয়ের ওপর যে হামলা হয়েছে, সেটা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, এটা আমাদের সবার জন্য একটা ম্যাসেজ। আগে তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, খালেদা জিয়া কারাবন্দি হয়েছেন, নুরের ওপর হামলা হয়েছে—এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। যদি আমরা এই নিয়ম বদলাতে না পারি, তাহলে আমাদেরও এমন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, আমাদের আন্দোলন নির্বাচনবিরোধী নয়। বরং আমরা বলছি, আমাদের শুধু নির্বাচন নয়, দরকার বিচার এবং সংস্কারও। কারণ, আজও পুলিশ বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, পরিবারকে জানানো হয় না। এসব অন্যায়ের স্থায়ী সমাধান ছাড়া কেবল নির্বাচন দিয়ে কিছুই বদলাবে না।

হাসনাত আরও বলেন, কেউ কেউ এখনো মনে করেন, ‘ধানের শীষ না থাকলে নিজেরাই ব্যালট ছাপাব’—এমন মনোভাব রাজনীতিতে স্বাভাবিক হয়ে উঠেছে। এটি একটি গভীর মনস্তাত্ত্বিক সংকেত, যা শুধু একটি দলের নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির সমস্যার প্রতিচ্ছবি।

রুমিন ফারহানার প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে আমাদের মতপার্থক্য থাকলেও, তিনি তার প্রতিনিধি পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং আমাদের জন্য উপহার পাঠিয়েছেন। এটা একটি পজিটিভ বার্তা, আমরা তাকে স্বাগত জানাই।

বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

সেপ্টেম্বর থেকে মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস

‘সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে’

Update Time : 10:14:57 am, Sunday, 31 August 2025

গতকাল নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নিয়ম পরিবর্তন বা কাঠামোগত সংস্কার ছাড়া ভবিষ্যতে আরও অনেকের জন্য একই পরিণতি অপেক্ষা করছে।

শনিবার ৩০ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি আয়োজন করে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত বলেন, নুর ভাইয়ের ওপর যে হামলা হয়েছে, সেটা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, এটা আমাদের সবার জন্য একটা ম্যাসেজ। আগে তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, খালেদা জিয়া কারাবন্দি হয়েছেন, নুরের ওপর হামলা হয়েছে—এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। যদি আমরা এই নিয়ম বদলাতে না পারি, তাহলে আমাদেরও এমন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, আমাদের আন্দোলন নির্বাচনবিরোধী নয়। বরং আমরা বলছি, আমাদের শুধু নির্বাচন নয়, দরকার বিচার এবং সংস্কারও। কারণ, আজও পুলিশ বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, পরিবারকে জানানো হয় না। এসব অন্যায়ের স্থায়ী সমাধান ছাড়া কেবল নির্বাচন দিয়ে কিছুই বদলাবে না।

হাসনাত আরও বলেন, কেউ কেউ এখনো মনে করেন, ‘ধানের শীষ না থাকলে নিজেরাই ব্যালট ছাপাব’—এমন মনোভাব রাজনীতিতে স্বাভাবিক হয়ে উঠেছে। এটি একটি গভীর মনস্তাত্ত্বিক সংকেত, যা শুধু একটি দলের নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির সমস্যার প্রতিচ্ছবি।

রুমিন ফারহানার প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে আমাদের মতপার্থক্য থাকলেও, তিনি তার প্রতিনিধি পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং আমাদের জন্য উপহার পাঠিয়েছেন। এটা একটি পজিটিভ বার্তা, আমরা তাকে স্বাগত জানাই।

বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।