চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দর্শন বিভাগের এক ছাত্রীকে দারোয়ানের মারধরের অভিযোগকে কেন্দ্র করে এই সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা শুরু হয়ে প্রায় রাত ২টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি চলতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী ছাত্রী ২ নম্বর গেট সংলগ্ন একটি ভবনে ভাড়া থাকেন। সেদিন রাত সাড়ে ১২টার দিকে তিনি বাসায় প্রবেশ করতে চাইলে দারোয়ান তাকে বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে দারোয়ান ওই শিক্ষার্থীকে চড় মারেন ও ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ছাত্রীটির রুমমেট এবং আশপাশের শিক্ষার্থীরা এগিয়ে আসেন।
এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
দর্শন বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রী অভিযোগ করে বলেন, আমি প্রতিদিন সময়মতো বাসায় ফিরি। সেদিনও রাত ১২টার মধ্যেই আসি। কিন্তু দারোয়ান দরজা খুলছিলেন না। পরে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি আমাকে মারধর করেন।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার বলেন, আমরা খবর পেয়ে নিরাপত্তাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।