রেলপথে মা-মেয়েকে অজ্ঞান করে তাদের গয়না চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের বানানো জুস খেয়ে অজ্ঞান হয়ে পড়লেন অজ্ঞান পার্টির মূল হোতা ফুল মিয়া (৫৫)। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ আগস্ট) ভোরে, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে।
জানা যায়, ফুল মিয়া ট্রেনের যাত্রী কৌশিলা রায় (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৮)-কে আলাপচারিতার মাধ্যমে নিজের বানানো জুস পান করান। এতে মা-মেয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং ফুল মিয়া তাদের কানের দুল ও নাকের ফুল খুলে নেন। তবে পাশের সিটের যাত্রীরা ঘটনাটি আঁচ করতে পেরে ফুল মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে তাকে জুস পান করালে, ফুল মিয়া নিজেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন।
ঘটনার পর সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ দুই ভুক্তভোগী এবং ফুল মিয়াকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ফুল মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী জানান, “ভুক্তভোগীদের অবস্থাও এখন উন্নতি পাচ্ছে এবং ফুল মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।” তিনি আরও বলেন, “এ ঘটনায় কৌশিলা রায়ের ছেলে রবীন্দ্র নাথ রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।”
এছাড়া, ফুল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে এবং অজ্ঞান পার্টি চক্রের অন্যান্য সদস্যদেরও ধরতে অভিযান চালানো হচ্ছে।