3:43 pm, Saturday, 30 August 2025

ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই পুতিনের সঙ্গে মোদির বৈঠক

ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই পুতিনের সঙ্গে মোদির বৈঠক। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র ইউরি উশাকভ শুক্রবার (২৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর চীনের পর্যটন শহর তিয়ানজিনে অনুষ্ঠিত হবে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন। সম্মেলন শেষে মোদি-পুতিন বৈঠক অনুষ্ঠিত হবে।

ক্রেমলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উশাকভ বলেন, “ভারতের সঙ্গে রাশিয়ার একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। ডিসেম্বর মাসে পুতিনের ভারত সফরের আগে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এ বৈঠক হবে।”

এর আগে মে মাসে পাকিস্তান-ভারত সীমান্ত উত্তেজনা হ্রাসে ভারতের ভূমিকা অবমূল্যায়ন এবং রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতকে শাস্তি হিসেবে অতিরিক্ত ২৫% রপ্তানি শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতে ভারতের ওপর মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে।

শুল্ক কার্যকর হয় ২৭ আগস্ট থেকে। এর আগের দিন চারবার ফোন দিলেও মোদি ফোন রিসিভ করেননি বলে দাবি করেছে মার্কিন সূত্র।

ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত শুল্ক ইস্যুতে কোনো প্রতিক্রিয়া বা আলোচনার প্রস্তাব দেওয়া হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েনের সময়ে রাশিয়ার সঙ্গে মোদির এই বৈঠক নয়াদিল্লির কৌশলগত ভারসাম্য রক্ষার ইঙ্গিত দিচ্ছে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রতি একধরনের কূটনৈতিক বার্তাও হতে পারে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই পুতিনের সঙ্গে মোদির বৈঠক

Update Time : 12:25:51 pm, Saturday, 30 August 2025

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র ইউরি উশাকভ শুক্রবার (২৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর চীনের পর্যটন শহর তিয়ানজিনে অনুষ্ঠিত হবে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন। সম্মেলন শেষে মোদি-পুতিন বৈঠক অনুষ্ঠিত হবে।

ক্রেমলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উশাকভ বলেন, “ভারতের সঙ্গে রাশিয়ার একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। ডিসেম্বর মাসে পুতিনের ভারত সফরের আগে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এ বৈঠক হবে।”

এর আগে মে মাসে পাকিস্তান-ভারত সীমান্ত উত্তেজনা হ্রাসে ভারতের ভূমিকা অবমূল্যায়ন এবং রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতকে শাস্তি হিসেবে অতিরিক্ত ২৫% রপ্তানি শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতে ভারতের ওপর মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে।

শুল্ক কার্যকর হয় ২৭ আগস্ট থেকে। এর আগের দিন চারবার ফোন দিলেও মোদি ফোন রিসিভ করেননি বলে দাবি করেছে মার্কিন সূত্র।

ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত শুল্ক ইস্যুতে কোনো প্রতিক্রিয়া বা আলোচনার প্রস্তাব দেওয়া হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েনের সময়ে রাশিয়ার সঙ্গে মোদির এই বৈঠক নয়াদিল্লির কৌশলগত ভারসাম্য রক্ষার ইঙ্গিত দিচ্ছে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রতি একধরনের কূটনৈতিক বার্তাও হতে পারে।