ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “পেছন থেকে যারা কালো খেলা খেলছে, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।”
শুক্রবার (২৯ আগস্ট) রাতে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। এরপর সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে হামলার নিন্দা জানান এবং এর নেপথ্যের ‘খেলা’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এক পোস্টে তিনি লেখেন, “সেনাবাহিনী কোনোদিনই উপরের নির্দেশ ছাড়া কোনো পদক্ষেপ নেয় না। তাহলে কার নির্দেশে সেনাবাহিনী নূর ভাইয়ের ওপর হামলা চালাল?” তিনি সেনাপ্রধানের কাছে জবাবদিহিতা দাবি করেন।
সারজিস আরও বলেন, “সেনাবাহিনী ও পুলিশের ভেতরে এখনো কিছু ‘আওয়ামী দালাল’ রয়ে গেছে, যারা ক্ষমতার ভারসাম্য রক্ষার নামে জাতীয় পার্টিকে বাঁচাতে কাজ করছে। এদেরও চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নুরুল হক নুরকে পরিকল্পিতভাবে রক্তাক্ত করা হয়েছে। যারা এ ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে, তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।”
এক অন্য পোস্টে সারজিস বলেন, “জাতীয় পার্টির ওপর ভর করেই আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফেরার পরিকল্পনা করছে। এজন্যই গণঅধিকার পরিষদের ওপর হামলা চালানো হয়েছে, এটা পুরোপুরি প্ল্যান-বি বাস্তবায়নের অংশ।”
তার ভাষায়, “জাতীয় পার্টি এখন অপরাধের দোসর। তাদের বিচারের আওতায় আনতেই হবে। আওয়ামী লীগ আর জাতীয় পার্টি—এই দুই দল একই পথের পথিক, তাদের পরিণতিও একই হবে।”