যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের বর্ধিত শুল্ক নীতির বেশিরভাগ অংশ অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির ফেডারেল আপিল আদালত। শুক্রবার ঘোষিত এক ঐতিহাসিক রায়ে আদালত জানান, ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইপিএ)-এর অপব্যবহার করেছেন।
রায়ে ট্রাম্প প্রশাসনকে অবিলম্বে এসব শুল্ক প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়, তবে এই রায় চূড়ান্ত নয়। ট্রাম্প চাইলে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। আপিলের সময়সীমা হিসেবে ১৪ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করেছে আদালত।
ফেডারেল আপিল আদালতের ১১ সদস্যের বিচারক প্যানেলের মধ্যে ৭ জন বিচারক ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেন। ১২৭ পৃষ্ঠার রায়ে বলা হয়, “কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে শুল্ক আরোপের বৈধতা নেই। আইইপিএ আইনের অধীনে প্রেসিডেন্ট নির্দিষ্ট পরিস্থিতিতে পদক্ষেপ নিতে পারেন, কিন্তু তা করতে হলে আইনি গাইডলাইন অনুসরণ বাধ্যতামূলক।”
আদালতের মতে, ট্রাম্প প্রশাসন আইইপিএ আইনের আওতায় বিভিন্ন দেশের ওপর যেসব বর্ধিত শুল্ক আরোপ করেছে, তার বেশিরভাগই কংগ্রেসের সুপারিশ ছাড়া করা হয়েছে। ফলে এগুলো অবৈধ।
রায়ের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “এই রায় বাস্তবায়িত হলে মার্কিন অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এটি বিভক্ত এবং ভুল রায়।” তিনি আরও বলেন, “আমরা এই রায়কে চ্যালেঞ্জ করব, এবং আমি নিশ্চিত— আমরা জয়ী হব।”
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণের পর ২ এপ্রিল ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন রপ্তানি শুল্ক আরোপ করেন। তিনি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ও ভারসাম্যহীনতা দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।