রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এখন কিছুটা সুস্থতার দিকে এগোচ্ছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে ৯ নম্বর বেডে আইসিইউতে তার চিকিৎসা চলছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে নুরুল হক নুরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, “তার কিছুটা জ্ঞান ফিরেছে, সবাই দোয়া করবেন।”
এর আগে শুক্রবার রাত ১২টার দিকে তাকে ওসিসি থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নাক ও চোখে গুরুতর আঘাত পাওয়ায় তার অবস্থা তখন আশঙ্কাজনক ছিল। তারা বলছেন, ৪৮ ঘণ্টা না গেলে কিছু নিশ্চিত করে বলা সম্ভব না।
আহতের পর রাত ১১টার দিকে নুরুল হক নুরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। রাত সোয়া ১১টার দিকে তাকে দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে আসিফ নজরুলকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, নেতাকর্মীরা তাকে ‘ভুয়া ভুয়া’ বলে অবরুদ্ধ করেন।
সংঘর্ষের সূত্রপাত হয় শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে, যেখানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে আল রাজী টাওয়ারের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে নুরুল হক নুরের ওপর লাঠিচার্জ চালানো হয়, এতে তিনি গুরুতর আহত হন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, “আমরা শান্তিপূর্ণভাবে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী অতর্কিতে হামলা চালায়।”
ঘটনায় আরও অনেক নেতাকর্মী ও সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।