রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আগামী ৬ ঘণ্টায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত সময়ের জন্য আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলেও জানানো হয়।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, এবং আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বৃষ্টিপাত হয়েছে মাত্র ২ মিলিমিটার।
আবহাওয়া অফিস বলছে, বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তিকর অনুভূতি থাকতে পারে।