ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী জেলা ও মহানগর শাখা এই বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে গনকপাড়ায় জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর একদল বিক্ষোভকারী কার্যালয়ের দরজা, চেয়ার-টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়।
বিক্ষোভকারীরা এ সময় ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’— এ ধরনের স্লোগান দিতে থাকেন। এনসিপির নেতারা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় গণঅধিকার পরিষদের মিছিল চলাকালে জাতীয় পার্টির কর্মীরা বিনা উসকানিতে হামলা চালিয়েছে। এতে নুরুল হক নুরসহ বহু নেতাকর্মী গুরুতর আহত হন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দোষীদের বিচারের আওতায় না আনলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, মহানগরের যুগ্ম সমন্বয়কারী সারোয়ারুল হক রবিনসহ অন্যান্য নেতাকর্মীরা।