3:28 am, Monday, 1 September 2025

দ্বিতীয় ধাপে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ১৪১৮ শিক্ষার্থী

দ্বিতীয় ধাপে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ১৪১৮ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়েছে। এই ধাপে প্রায় ১০ লাখ শিক্ষার্থী কলেজে মনোনয়ন পেলেও জিপিএ-৫ পাওয়া ১,৪১৮ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাননি।

বৃহস্পতিবার রাত ৮টার পর শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারেন। আন্তঃশিক্ষা বোর্ড কমিটি জানিয়েছে, দ্বিতীয় ধাপে মোট ১০ লাখ ১৩ হাজার ৬৪১ জন শিক্ষার্থীকে কলেজে মনোনয়ন দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ধাপ থেকে ভর্তি নিশ্চিত করা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৩৩৫ জনের, আর নতুনভাবে সুযোগ পেয়েছে আরও ২ লাখ ২৪ হাজার ৩০৬ জন।

তবে মোট আবেদন এসেছিল ১০ লাখ ২৪ হাজার ৪৬৭টি, যার মধ্যে ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানে মনোনয়ন পাননি। এর মধ্যে রয়েছে জিপিএ-৫ পাওয়া ১,৪১৮ জন শিক্ষার্থীও।

বোর্ড কর্মকর্তারা মনে করছেন, এসব শিক্ষার্থী অধিক জনপ্রিয় কলেজগুলোতেই আবেদন করেছিল এবং অপেক্ষাকৃত কম জনপ্রিয় প্রতিষ্ঠানে আবেদন না করায় সেখানে থাকা খালি আসন থেকেও তারা বঞ্চিত হয়েছে।

এদিকে অটো মাইগ্রেশন প্রক্রিয়ায় ১৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হয়েছে। আবার যাদের প্রথম ধাপে কোনো কলেজে সুযোগ হয়নি, তাদের মধ্যে ৩ লাখ ৪৬ হাজার শিক্ষার্থী অটো মাইগ্রেশনের পক্ষে মত দিলেও ৪ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী তা করেনি।

এ বছর সারা দেশে ৮ হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম চলছে। এর মধ্যে ৪১৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী মনোনয়ন পায়নি, আর ১০টি প্রতিষ্ঠানে কেউ আবেদনই করেনি।

তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম চূড়ান্ত হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার

দ্বিতীয় ধাপে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ১৪১৮ শিক্ষার্থী

Update Time : 10:03:33 am, Saturday, 30 August 2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়েছে। এই ধাপে প্রায় ১০ লাখ শিক্ষার্থী কলেজে মনোনয়ন পেলেও জিপিএ-৫ পাওয়া ১,৪১৮ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাননি।

বৃহস্পতিবার রাত ৮টার পর শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারেন। আন্তঃশিক্ষা বোর্ড কমিটি জানিয়েছে, দ্বিতীয় ধাপে মোট ১০ লাখ ১৩ হাজার ৬৪১ জন শিক্ষার্থীকে কলেজে মনোনয়ন দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ধাপ থেকে ভর্তি নিশ্চিত করা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৩৩৫ জনের, আর নতুনভাবে সুযোগ পেয়েছে আরও ২ লাখ ২৪ হাজার ৩০৬ জন।

তবে মোট আবেদন এসেছিল ১০ লাখ ২৪ হাজার ৪৬৭টি, যার মধ্যে ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানে মনোনয়ন পাননি। এর মধ্যে রয়েছে জিপিএ-৫ পাওয়া ১,৪১৮ জন শিক্ষার্থীও।

বোর্ড কর্মকর্তারা মনে করছেন, এসব শিক্ষার্থী অধিক জনপ্রিয় কলেজগুলোতেই আবেদন করেছিল এবং অপেক্ষাকৃত কম জনপ্রিয় প্রতিষ্ঠানে আবেদন না করায় সেখানে থাকা খালি আসন থেকেও তারা বঞ্চিত হয়েছে।

এদিকে অটো মাইগ্রেশন প্রক্রিয়ায় ১৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হয়েছে। আবার যাদের প্রথম ধাপে কোনো কলেজে সুযোগ হয়নি, তাদের মধ্যে ৩ লাখ ৪৬ হাজার শিক্ষার্থী অটো মাইগ্রেশনের পক্ষে মত দিলেও ৪ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী তা করেনি।

এ বছর সারা দেশে ৮ হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম চলছে। এর মধ্যে ৪১৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী মনোনয়ন পায়নি, আর ১০টি প্রতিষ্ঠানে কেউ আবেদনই করেনি।

তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম চূড়ান্ত হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।