পাপুয়া নিউগিনির জাতীয় ক্রিকেট দলের সদস্য এবং অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান কিপলিন দোরিগা ডাকাতির অভিযোগে ব্রিটেনের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল জার্সিতে গ্রেফতার হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এই ক্রিকেটার ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বেও অংশ নিয়েছিলেন।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে দোরিগা সম্প্রতি জার্সিতে যান। তবে গত সোমবার সেন্ট হেলিয়ারে এক ডাকাতির ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়ার পর স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
২৯ বছর বয়সী দোরিগাকে বুধবার আদালতে হাজির করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি-কার্ক মামলাটি ‘অত্যন্ত গুরুতর’ বিবেচনা করে রয়্যাল কোর্টে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় দোরিগাকে এই সময় পর্যন্ত হেফাজতে রাখা হবে।
চ্যালেঞ্জ লিগে ‘এ’ গ্রুপে অংশ নেওয়া পাপুয়া নিউগিনি দল এক সপ্তাহ আগে জার্সিতে পৌঁছায়। দোরিগা টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে অংশ নেন— ডেনমার্কের বিপক্ষে ৬৮ রান এবং কুয়েতের বিপক্ষে ১২ রান করেন। কিন্তু তার পরদিনই ডাকাতির ঘটনায় তিনি অভিযুক্ত হন এবং এরপর আর কোনো ম্যাচে খেলেননি।
পাপুয়া নিউগিনির হয়ে এখন পর্যন্ত তিনি ৩৯ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন ১০৮৯ রান, পাশাপাশি নিয়েছেন ৪৯টি ক্যাচ ও ১১টি স্টাম্পিং।