8:52 pm, Friday, 29 August 2025

‘দেশের মানুষ টাকা ও পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না’

তাসনিম জারা। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের জনগণ আর পেশিশক্তি ও অর্থনির্ভর রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ পুরনো রাজনৈতিক ধারা প্রত্যাখ্যান করেছে, গণ-অভ্যুত্থানই তার সবচেয়ে বড় প্রমাণ।”

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৫’-এ ‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি: বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।

তাসনিম জারা বলেন, “জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থান ছিল শুধু কিছু রাজনৈতিক নেতৃত্ব বদলের জন্য নয়; এটি ছিল পুরো ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।”

আলোচনায় আরও অংশ নেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহান।

ড. জ্যাকম্যান বলেন, “বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থায় টাকা ও ক্ষমতার ব্যবহার একটি সাংগঠনিক সমস্যায় রূপ নিয়েছে। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ক্ষমতা প্রদর্শনের প্রতিটি পর্যায়ে অর্থ ও প্রভাব খাটানো হচ্ছে।”

তাসনিম জারা তার উত্তরে বলেন, “মানুষ এখন পরিবর্তন চায়, এবং তারা অর্থ ও পেশিশক্তির অপব্যবহারের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছে। গণ-অভ্যুত্থান সেই বার্তারই বহিঃপ্রকাশ।”

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘দেশের মানুষ টাকা ও পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না’

Update Time : 08:15:20 pm, Friday, 29 August 2025

দেশের জনগণ আর পেশিশক্তি ও অর্থনির্ভর রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ পুরনো রাজনৈতিক ধারা প্রত্যাখ্যান করেছে, গণ-অভ্যুত্থানই তার সবচেয়ে বড় প্রমাণ।”

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৫’-এ ‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি: বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।

তাসনিম জারা বলেন, “জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থান ছিল শুধু কিছু রাজনৈতিক নেতৃত্ব বদলের জন্য নয়; এটি ছিল পুরো ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।”

আলোচনায় আরও অংশ নেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহান।

ড. জ্যাকম্যান বলেন, “বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থায় টাকা ও ক্ষমতার ব্যবহার একটি সাংগঠনিক সমস্যায় রূপ নিয়েছে। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ক্ষমতা প্রদর্শনের প্রতিটি পর্যায়ে অর্থ ও প্রভাব খাটানো হচ্ছে।”

তাসনিম জারা তার উত্তরে বলেন, “মানুষ এখন পরিবর্তন চায়, এবং তারা অর্থ ও পেশিশক্তির অপব্যবহারের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছে। গণ-অভ্যুত্থান সেই বার্তারই বহিঃপ্রকাশ।”

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।