প্রেমিকার সঙ্গে বিয়ে না দেয়ায় অভিমানে এক যুবক উঠে গেলেন হাইটেনশন টাওয়ারের মাথায়! ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে, আর সেই ভয়ংকর ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিকমাধ্যমে।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজস্থানের বেওয়ার এলাকায় নির্মাণাধীন একটি বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় উঠে দাঁড়িয়ে পড়েন এক যুবক। সাহসী নয়, বরং বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন টাওয়ারের মাথায়। নিচে তখন ভিড় জমেছে উৎসুক জনতার।
জানা গেছে, নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে পরিবার রাজি হয়নি। সেই হতাশা ও অভিমানে এই চরম সিদ্ধান্ত নেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, টাওয়ারটি তখনও নির্মাণাধীন ছিল এবং বিদ্যুৎ সংযোগ ছিল না—তাই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। দীর্ঘ সময় ধরে বোঝানোর পর অবশেষে নিরাপদে নিচে নামানো হয় তাকে। পরবর্তীতে যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে ‘ইমরান কায়ামখানি০৬’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। এখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে সাড়ে পাঁচ কোটিরও বেশি বার! কমেন্টে কেউ বলছেন “ভালোবাসা না পেলে জীবন থেমে যায়”, কেউ আবার বলছেন “এই ভালোবাসা যদি এমন হয়, তাহলে সাবধান!”