রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সারাহ ফারজানা হক এই আদেশ দেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সকাল ১০টায় আসামিদের হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এবং শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের কারাগারে রাখার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন আদালতে বলেন, আসামিদের কারাগারে আটক রাখার প্রয়োজন। যদিও কয়েকজন আসামির পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন, লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
ঘটনা ও পটভূমি
ঘটনার সূত্রপাত ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে, যখন মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানিয়েছেন, অনুষ্ঠানটি দল-মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধার জন্য খোলা ছিল। অনুষ্ঠান চলাকালীন ২০-২৫ জন যুবক এসে হট্টগোল সৃষ্টি করে এবং উপস্থিতদের মিলনায়তনে প্রবেশ ও অবস্থান করতে বাধা দেয়। পরে পুলিশকে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কিছু যুবক অনুষ্ঠানস্থলে প্রবেশ করে লতিফ সিদ্দিকী ও অন্যান্যকে অবরুদ্ধ করার চেষ্টা করেন। কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও তারা পুলিশের কাছে হস্তান্তরিত হন।
মঞ্চ ৭১-এর লক্ষ্য
‘মঞ্চ ৭১’ প্ল্যাটফর্মটি গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করেছে। এর লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা ও মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করা। এতে বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এই প্ল্যাটফর্মের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।