ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করীম মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মৌলিক পার্থক্য নেই। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসলামী যুব আন্দোলন জেলা শাখার আয়োজিত এক কনভেনশনে তিনি বলেন, “দুই দলের নেতাদের বক্তব্য একই রকম, এবং দুই দলের মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি রয়েছে।”
ফয়জুল করীম আরও বলেন, যারা নৌকা, ধানের শীষ, লাঙ্গল বা গরুর চাকা প্রতীক নিয়ে নির্বাচন করছে, তারা প্রয়োজনীয় কাজের দক্ষতা রাখে না। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসা করেছে, এবং বিএনপিও একই ধরণের কর্মকাণ্ড চালাচ্ছে, শুধু হাত বদল হয়েছে।
নিজ দলের প্রতীক হাত পাখা প্রশংসা করে তিনি বলেন, এটি “সার্বজনীন মার্কা, যা ছোট-বড়, পুরুষ-মহিলা, ধনী-গরিব সকলের জন্য প্রয়োজন।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ জুবায়ের হোসাইন, এবং প্রধান বক্তা ছিলেন সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। সভায় অংশ নেন অন্যান্য জেলা ও আসনের নেতৃবৃন্দ।