টাঙ্গাইল থেকে: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটককৃতদের মুক্তি দাবি ও নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
কাদের সিদ্দিকী বলেন, “ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ একটি সভার আয়োজন করেছিল। সেখানে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী, ড. কামাল হোসেন, জেড আই পন্নাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি। প্রায় একশ’ যুবক মঞ্চে প্রবেশ করে অনুষ্ঠান বানচাল করেছে। কোনো গণতান্ত্রিক দেশে কারো সভা বা সমাবেশ বানচাল করা সাংবিধানিক বা আইনানুগ নয়। তাদেরকে এখনও ডিবি অফিসে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়কে আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি। কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ডে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি আশা করিনি যে এক বছরের মধ্যে এই বিজয় ধ্বংসের দিকে এগোবে। বর্তমান সরকার আওয়ামী স্বৈরাচারী সরকারের চাইতে বড় স্বৈরাচার করছে।