যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। ট্রাম্প তাকে পদ থেকে সরানোর চেষ্টা করেছিলেন, যা চ্যালেঞ্জ করতে গিয়ে কুক আদালতে আবেদন করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানায়। মামলায় কুক ট্রাম্পের বরখাস্ত আদেশকে “অবৈধ ও বাতিল” ঘোষণা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও মামলায় বিবাদী করা হয়েছে।
ট্রাম্পের অভিযোগ, কুক তার মর্টগেজ নথিতে ভুয়া তথ্য দিয়েছেন। তবে কুক আগে জানিয়েছিলেন, আইন অনুযায়ী তাকে সরানোর কোনও বৈধ কারণ নেই। মামলাটি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও প্রেসিডেন্টের ক্ষমতার সীমার বিষয়ে জটিল আইনি প্রশ্ন তুলতে পারে, যা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে।
কুকের আইনজীবী বলেছেন, “এই মামলা প্রেসিডেন্ট ট্রাম্পের নজিরবিহীন ও বেআইনি উদ্যোগকে চ্যালেঞ্জ করছে। ফেড বোর্ডে গভর্নরকে সরানোর ক্ষেত্রে অবশ্যই বৈধ কারণ থাকতে হবে, যা এখানে নেই।”
হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প তার বৈধ ক্ষমতা প্রয়োগ করেছেন। তবে আইন বিশেষজ্ঞরা বলেছেন, প্রেসিডেন্ট ইচ্ছেমতো ফেড কর্মকর্তাকে সরাতে পারেন না; ‘কারণ’ থাকতে হবে।
ফেডারেল রিজার্ভ বোর্ডে সাতজন গভর্নর রয়েছেন। ১২ সদস্যবিশিষ্ট সুদের হার নির্ধারণকারী কমিটির অংশ হিসেবে কুকের অবস্থান গুরুত্বপূর্ণ। ট্রাম্পের চাপের ফলে সুদের হার কমানো বিষয়টি মার্কিন অর্থনীতি ও আন্তর্জাতিক আর্থিক বাজারের ওপর সরাসরি প্রভাব ফেলে।