উপসচিব পদে পদোন্নতি পেলেন জনপ্রশাসন ক্যাডারের ২৬৮ জন সিনিয়র সহকারী সচিব।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এক প্রজ্ঞাপনে ২৬২ জন কর্মকর্তা এবং অন্য প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত আরও ছয়জন কর্মকর্তার পদোন্নতির সিদ্ধান্ত রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে ধারাবাহিকভাবে পদোন্নতি দেওয়া হচ্ছে।