আবারও নতুন যুদ্ধের সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আঞ্চলিক পরিস্থিতি অস্থিতিশীল এবং যেকোনো সময় বড় সংঘাত শুরু হতে পারে। এজন্য তিনি ইরানি জনগণকে ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। খবর—শাফাক নিউজ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেহরানে দেওয়া এক বক্তৃতায় গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ন্যাটোসহ কিছু আঞ্চলিক দেশ ইরানের বিরুদ্ধে সামরিক সক্ষমতা ব্যবহার করছে। তার দাবি, ট্রাম্প প্রশাসনের সময় যে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, তা বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কাজে লাগানো হচ্ছে।
ইসরায়েল সরকারকে তিনি “২১ শতকের নতুন নাৎসিবাদ” বলে আখ্যায়িত করেন। সাম্প্রতিক সংঘাত থেকে শিক্ষা নিয়ে ইরান নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠেছে এবং সামরিক শক্তি আরও জোরদার করেছে বলেও জানান তিনি।
গালিবাফ বলেন, “ইরানি জনগণের ঐক্য ও সেনাবাহিনীর প্রতি আস্থা দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।”
সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপট
- গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়।
- পরে যুক্তরাষ্ট্রও নাতানজ, ফোরদো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।
- এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড “অপারেশন ট্রু প্রমিজ–৩” চালায়। এতে ইসরায়েলের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
- একইসঙ্গে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সেনাঘাঁটি আল-উদেইদেও হামলা চালায় ইরান।